মাদারীপুরে ফোন করে ডেকে নিয়ে কুপিয়ে হাত বিচ্ছিন্ন কিশোরের

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ১৬:২৯ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ১৯:৩৪

মাদারীপুর শহরের কুকরাইল এলাকায় রোববার রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে সাইফুল বেপারী (১৫) নামে এক কিশোরকে কুপিয়ে বাম হাত কেটে ফেলেছে দুর্বৃত্তরা। আহত সাইফুল ছয়না এলাকার দুলাল ফকিরের ছেলে। এ সময় ফয়সাল বেপারী নামের আরেক যুবক ওই কিশোরকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। সাইফুল ও ফয়সাল বেপারীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে  প্রেরন করা হয়েছে। 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে মোবাইল ফোনে কল পেয়ে ঘর থেকে বের হয়ে যায় সাইফুল। বাসায় না ফেরায় পরে পরিবারের সবাই বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকে। পুকুর পাড়ে সাইফুল ও ফয়সালকে রক্তাক্ত ও সাইফুলের হাত ক্ষতবিক্ষত দেখতে পায় স্থানীয়রা। পরে তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তাদের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। 

আহত সাইফুল ইসলামের বোন ফারজানা আক্তার বলেন, 'আমরা গরিব মানুষ আব্বায় আর ও কাজ করে আমাদের সংসার চালায়। আমার ভাইয়ের হাত কেটে বিচ্ছিন্ন করে ফেলেছে। ওরা ভাইয়ের জীবনটা নষ্ট করে দিলো। ও এখন কী করে খাবে আর কিভাবে চলবে? যারা আমার ভাইয়ের এ অবস্থা করেছে আমি তাদের বিচার চাই।'  

এদিকে আহত ফয়সালের ভাই রাসেল বলেন, আমার ভাইয়ের সাথে কারো কোনো বিরোধ নেই। সে কাজ করে খায়। সে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছে। এই হামলা তাদের পরিকল্পিত হামলা। আমরা এর সুষ্ঠু বিচার চাই। 

মাদারীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মো. রিয়াজ মাহমুদ বলেন, এক রোগী হাত বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে এসেছে। আরেকজনের তেমন ভালো না থাকায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত