মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলায় চার শিক্ষার্থী আহত

  এসআর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১৯:৩৪ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:২১

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলায় কমপক্ষে ৪ জন আহত হয়েছে। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বুধবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার মোস্তফাপুরে এই ঘটনা ঘটে।

শিক্ষার্থী, পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, সকাল ১১টার দিকে কোটা সংস্কারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের মোস্তফাপুরে অবস্থান নেয় আন্দোলনকারী। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক থেকে আন্দোলনকারীদের সরে যেতে বলে। এ সময় উভয়ের মধ্যে প্রথমে হাতাহাতি, পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে লাঠিসোঠা নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে আন্দোলনকারী ৪ ছাত্র আহত হয়। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, আন্দোলনকারীরা ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও দুপুর ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত