মাদারীপুরে টিসিবি পন্য ক্রয় কার্যক্রমের উদ্বোধন
প্রকাশ: ১ আগস্ট ২০২২, ১৫:২৬ | আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৩:৪৪
সমগ্র বাংলাদেশের ন্যায় মাদারীপুর পৌরসভায় নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মুল্যে টিসিবি পন্যে সামগ্রী বিক্রয়ের কার্যক্রম সোমবার সকালে মাদারীপুর পৌরসভা চত্বরে উদ্বোধন করা হয়েছে।মাদারীপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য নিম্ন আয়ের পরিবারের মধ্যে টিসিবি’র পন্য বিতরণের মধ্য দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস, পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর এনায়েত হোসেন মৃধা, ২ নং ওয়ার্ডেরও কাউন্সিলর সাইদুল বাশার টফি, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজিব মাহমুদ কাওসার, মাদারীপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর সাইয়েদা সালমা, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর লিজা আক্তার লোপাসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৮শ ৬৭ টি সুবিধাভোগী পরিবারের মাঝে ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি পিয়াজ বিতরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত