মাদারীপুরে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

  মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২২, ২০:৪২ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ০২:০৫

মাদারীপুর জেলা ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সভা সোমবার বিকেলে সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুবল চন্দ্র দাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন আহমেদ, জেলা বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. শক্তি রঞ্জন মন্ডল, সিভিল সার্জন অফিসের ডা. এস.এম. খলিলুজ্জামান, পৌরসভার আবাসিক মেডিকেল অফিসার ডা. হরষিৎ বিশ্বাস, জেলা স্যানেটারী ইন্সেপেক্টর নুরুজ্জামান মোল্লা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. গোলাম কিবরিয়া হাওলাদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, কোষাধ্যক্ষ মনজুর হোসেন প্রমুখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত