মাদারীপুরে জাল টাকাসহ ২ জন গ্রেফতার
প্রকাশ: ১৩ জুন ২০২৩, ১৫:৩৭ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০০:৪০
মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। সোমবার দিবাগত রাত পৌনে ১১ টার দিকে উপজেলার কাবিলপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে ইয়াছিন হাওলাদার(২৩) ও একই এলাকার দাদন মিয়ার ছেলে জোবায়ের মিয়া(২১)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১১ টার দিকে শিবচরের কাবিলপুর এলাকার মাদ্রাসা সংলগ্ন একটি ব্রিজের উপর থেকে দুই যুবককে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১লক্ষ ২০ হাজার টাকার জাল নোট ও একটি এন্ড্রয়েট ফোন সেট জব্দ করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.সালাউদ্দিন জানান, 'এ ব্যাপারে শিবচর থানায় মঙ্গলবার সকালে মামলা দায়ের হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।'
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত