মাদারীপুরে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
প্রকাশ: ২ জুন ২০২১, ২০:১০ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯
মাদারীপুরে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য পান্নু জমাদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে শিবচর পৌর এলাকার দাদাভাই উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পান্নু শরিয়াতপুরের জাজিরা উপজেলার আতদি এলাকার সামসু জমাদ্দারের ছেলে। পান্নুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, ছিনতাইসহ এক ডজনেরও বেশি মামলা রয়েছে।
পুলিশ জানায়, ভোরে শিবচর পৌর বাজারে ভ্যানযোগে পাইকারী লিচু কিনতে আসেন পাঁচ্চর এলাকার ব্যবসায়ী হাবিবুর রহমান। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা তিন ছিনতাইকারী হাবিবুরের ভ্যানের গতিরোধ করে। ব্যবসায়ীর গলায় ছুঁরি ঠেকিয়ে নগদ ৩৫ হাজার টাকা নিয়ে পালানোর চেষ্টা করে ছিনতাইকারীরা। ভুক্তভোগী তাৎক্ষনিক শিবচর থানায় মোবাইলের মাধ্যমে কল দিয়ে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে পুলিশ ছিনতাইকারীদের ধাওয়া করে। এ সময় পান্নু জমাদ্দারকে আটক করে। পালিয়ে যায় তার অপর দুই সহযোগি।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিরাজ হোসেন জানান, আটক পান্নুর বিরুদ্ধে শিবচর থানাসহ বিভিন্ন থাকায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে। ভোরে সে একই স্থানে বসে তার সহযোগিদের নিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে নগদ টাকা ছিনতাই করে। পান্নুর বিরুদ্ধে মামলার পরে আদালদে পাঠানো হয়েছে। এছাড়া তার বাকি দুই সহযোগিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত