মাদারীপুরে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ০৯:২৭ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:১০

মাদারীপুরে বড় ভাইয়ের সাথে রাগ করে গলায় ফাশঁ দিয়ে আত্মহত্যা করেছে ছাত্রলীগ নেতা প্রসেনজিৎ দাস (২৫)। শনিবার বিকেলে মাদারীপুর পৌর শহরের পাঠককান্দি এলাকায় এ ঘটনা ঘটে। প্রসেনজিৎ দাস পাঠককান্দি এলাকার রবি দাসের ছেলে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, শহরের ইটেরপুল এলাকায় রবি দাসের লন্ড্রির দোকান রয়েছে। রবি দাসের মেঝ ছেলে বিপ্লব দাস সারাদিন একা একা দোকান করে বাসায় চলে আসে।  বাসায় এসে ছোট ভাই প্রসেনজিৎ কে রাগারাগি করে দোকানে না যাওয়ার কারনে। এর জের ধরেই প্রসেনজিৎ সবার অগোচরে পরিত্যক্ত একটা রুমে গিয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। প্রসেনজিৎ ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক। সে মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী।

রবি দাস বলেন, দুই ভাই ঝগড়া করেছে, এর জের ধরেই আমার ছোট ছেলে আত্মহত্যা করছে। ঝগড়ার সময় আমরা সামনেই ছিলাম। কেউ কারো গায়ে হাত তোলে নাই। আমার কোন অভিযোগ নেই।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) কামরুল মিয়া ঘটনা নিশ্চিত করে বলেন, থানায় একটা অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ নেই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত