মাদারীপুরে চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার
প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ১৫:৪০ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৯
মাদারীপুর একটি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ। রবিবার রাতে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাজিতপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে তোফাজ্জেল হোসেন তুফান (৩৪), এবং শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নুরুদ্দিন হাওলাদারের ছেলে মো. মহিত হাওলাদার (৪০)।
সোমবার (২৫ মার্চ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন আহমেদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাজিতপুরের কাঠেরপুর এলাকা একটি চোরাই মোটরসাইকেল কেনাবেচা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে ঘটনাস্থান থেকে তোফাজ্জেল হোসেন তুফান ও মহিত হাওলাদারকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ঢাকা মেট্রো হ-৬৫-৩০৫৮ নাম্বারে একটি চোরাই বাজাজ মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরো জানায়, আটককৃত আসামিরা চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। আটকৃত দুই জনের নামে মামলা প্রক্রিয়ার চলমান রয়েছে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত