মাদারীপুরে গরুবোঝাই পিকআপ উল্টে চালকের মৃত্যু

  শফিক স্বপন,মাদারীপুর

প্রকাশ: ১৭ মে ২০২৩, ১৫:১৮ |  আপডেট  : ২১ জানুয়ারি ২০২৫, ০৩:১৭

মাদারীপুরে গরুবোঝাই পিকআপ উল্টে শাকিল হাওলাদার (২৬) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলা এলাকার মৃত মতিন হাওলাদারের ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, সকালে গরুবোঝাই করে ডাসারের গোপালপুর থেকে রাজৈরের টেকেরহাটে যাচ্ছিলো চালক শাকিল। ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় আসলে দ্রুত গতির পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এতে গুরুতর আহত হয় শাকিল। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, নিহত ওই চালক পিকআপে একাই ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে ঘটনাস্থলে আহত হন, পরে মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে হাইওয়ে পুলিশ। নিহতের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত