মাদারীপুরে ক্লাব ফুট ব্যবস্থাপনা ও চিকিৎসা বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৮ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১২:০৪
‘ক্লাবফুট বা পায়ের পাতা বাঁকা চিকিৎসায় আর অবহেলা নয়, সঠিক সময়ে ধারাবাহিক চিকিৎসায় এ রোগ ভালো হয় এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরে ক্লাব ফুট ব্যবস্থাপনা ও চিকিৎসা বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে নুরজাহান সেলিম নিরাময় হাসপাতাল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, নিরাময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গোলাম সরোয়ার, আচমত আলী খান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আলী আকবর প্রমূখ। অনুষ্ঠানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য চিকিৎসাসেবাকারী সদস্যরা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত