মাদারীপুরে কমেছে জনসমাগম-যানবাহন, বেড়েছে প্রশাসনিক তৎপরতা
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ১৫:৪৮ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৭
সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনে মাদারীপুরের রাস্তা-ঘাটে কমেছে জনসমাগম এবং যানবাহন। পাশাপাশি শহরে জেলা প্রশাসন ও পুলিশের তৎপরতা ছিল লক্ষ্যণীয়।
শহর ঘুরে দেখা গেছে, গতদিনের তুলনায় রাস্তা-ঘাটে জনসমাগম অনেক কম। সবজি ও মাছ-মাংসের দোকানগুলোতে কিছুটা ভীড় দেখা গেলেও অন্যান্য স্থানগুলোতে সাধারণ মানুষ খুবই কম। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দোকান ও ঔষধের দোকান ছাড়া বন্ধ রয়েছে অন্যসব দোকান-পাট। গণপরিবহন বন্ধ থাকলেও অন্যান্য যানবাহনও ছিল তুলনামূলক কম।
অপরদিকে, শহরের মোড়ে মোড়ে তল্লাশী চালাচ্ছে পুলিশ। যানবাহন ও অযাচিত ব্যক্তিদের নিয়ন্ত্রন করছে পুলিশ। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মাস্কবিহীন ও লকডাউনের শর্ত ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানাসহ ব্যবস্থা গ্রহণ করছেন। লকডাউনের তৃতীয় দিনেও নিস্নআয়ের মানুষগুলো পড়েছেন আর্থিক কষ্টে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত