মাদারীপুরে এক মাসেও গ্রেফতার হয়নি খবির হত্যার আসামীরা, হুমকিতে নিরাপত্তাহীন নিহতের পরিবার

  শফিক স্বপন মাদারীপুর

প্রকাশ: ৪ জুন ২০২১, ১৯:৩৪ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮

মাদারীপুরে শিবচর কাঠালবাড়ির বাবু মোল্রার  কান্দি গ্রামে বাড়িতে ঢুকে খবির শেখ (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনার প্রায় ১ মাস অতিবাহিত হলেও আসামীরা ধরাছোঁয়ার বাইরে। উল্টো মামলার বাদীকে মামলা তুলে নিতে বিভিন্ন সময় নানাভাবে হুমকি দিচ্ছে আসামী পক্ষের   লোকজন। এতে নিরাপত্তাহীন অবস্থায় দিন-রাত অতিবাহিত করছেন নিহতের পরিবার। আসামী গ্রেফতারে পুলিশের গাফিলতির অভিযোগ করেছেন নিহত খবির শেখের পরিবার। তবে পুলিশের দাবী অজ্ঞাতনামা এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডের মূল হোতসহ পলাতক আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ভূক্তভোগীর পরিবারিক সূত্রে জানা গেছে, পূর্ব শত্র“তার জের ধরে চলতি বছর ১৯ এপ্রিল সন্ধায় শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের বাবু মোল­ারকান্দি গ্রামে প্রতিপক্ষের ১০/১২ জনের এক দল দুর্বৃত্ত খবির শেখকে ঘর থেকে টেনে বের করে ঘরের দুয়ারের সামনে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে গুর“তর জখম করে। ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় খবির শেখ মারা যান। হামলায় গুর“তর আহত হন পরিবারের ৪সদস্য। ঘটনার পর নিহত খবির শেখের ছোট ভাই জসিম শেখ বাদী হয়ে স্থানীয় ফজলু মাদবর, সালাম মাদবর, মহসিন মাদবর, আলমগীর মাদবর, জোনায়েদ মাদবর, রোকন মাদবর, বালাম মাদবর, কালাম মাদবর, সজিব মাদবর, জুয়েল মাদবর, লিটন মাদবর, মোকসেদ মাদবর, সাখাওয়াত শেখ, সম্রাট শেখের নাম উলে­খসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে শিবচর থানায় একটি মামলা দায়ের করেন। নিহতের পরিবার হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি  — মৃত্যুদন্ডের দাবী জানান।

এদিকে মামলার বাদী জসিম শেখ বলেন, ‘আসামী পক্ষের লোকজন মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন সময় নানাভাবে আমাদের হুমকি দিচ্ছে। এতে আমরা আতঙ্কে নিরাপত্তাহীন অবস্থায় দিন-রাত অতিবাহিত করছি।’

শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিরাজ হোসেন বলেন, ‘ঘটনার পর নিহতের ছোট ভাই জসিম শেখ বাদী হয়ে মামলা দায়ের করে। অজ্ঞাতনামা এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। মূল  হোতাসহ পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত