মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে ড্রেজার ডুবে তিন শ্রমিকের মৃত্যু

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ১১:৩৮ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ১৪:১৭

মাদারীপুরের শিবচরে নিলখীতে আড়িয়াল খাঁ নদের নদী শাসন কাজের ড্রেজার ডুবে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় ডুবুরিদের সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করেছে।

পুলিশ ও ড্রেজার শ্রমিকরা জানায়, জেলার শিবচরের নিলখী ইউনিয়নের  আড়িয়াল খা নদী শাসন কাজের জন্য কয়েকটি ড্রেজার দিয়ে এক পাড়ে বালু উত্তোলন ও অপর পাড়ে বালু অপসারনের কাজ চলছে। নদী শাসন কাজে নিয়োজিত জেবা সিনথিয়া নামের একটি ড্রেজারসহ অসংখ্য ড্রেজার একই ইউনিয়নের  মুন্না হাজীর মোড় সংলগ্ন আড়িয়াল খা নদীর পাড়ে নোঙ্গর করে বিশাল এলাকাজুড়ে  বালু অপসারনের কাজ করছিল ৷ সোমবার দুপুরে জেবা সিনথিয়া নামের একটি ড্রেজারে ৩ শ্রমিক ভিতরে ছিল। এসময় হঠাৎ করে ড্রেজারটি পানিতে ডুবে যায়। ড্রেজারের দরজা বন্ধ থাকায় ৩ শ্রমিক ভিতরে আটকা পড়ে যায়। খবর পেয়ে কলাতলা নৌ পুলিশ ফাড়ি ও নিলখী পুলিশ ফাড়ির সদস্যরা স্থানীয় ডুবোরিদের সহায়তায় বিকেলে ৩ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত