মাদারীপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৩ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১২:৩৭
“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” স্লোগানের মধ্য দিয়ে মাদারীপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মাদারীপুর জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এবং মাদারীপুর সচেতন নাগরিক কমিটি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় দিবসটি পালিত হয়।
মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ সচিব) মো. নজরুল ইসলাম।
আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ. এম. মুজিবুল হক। সভায় বক্তব্য রাখেন মাদারীপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুনীর আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, সনাক এর সভাপতি খান মো. শহীদ প্রমুখ। আলোচনা সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত