মাদারীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীদের মাঝে ঈদ উপহার
প্রকাশ: ১২ মে ২০২১, ১২:০৬ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২১:২৭
বুধবার ( ১২ মে’২০০২১) সকালে মাদারীপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) ও ঈদ উপলক্ষে মাদারীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি এর নির্দেশনায় এবং পবিত্র কুমার সাহা, উপ-মহাপরিচালক, আনসার ও ভিডিপি, ঢাকা রেঞ্জ, ঢাকা মহোদয়ের সর্বাত্বক সহোযোগীতায় ঈদ উপহার বিতরণ করেন পরিচালক ২০ আনসার ব্যাটালিয়ন ও জেলা কমান্ড্যান্ট (অতিঃ দায়িত্ব) মোঃ কামরুল ইসলাম।
এ সময় মাদারীপুর জেলার ০৪ টি উপজেলায় ৫০ জন করে ২০০টি অস্বচ্ছল ভিডিপি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ বিতরণ করা হয়।
অন্যদের মাঝে উপন্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মোঃ তারিকুল ইসলাম, মাদারীপুর সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষিকা মোছা: তাহমিনা আক্তারসহ দলপতি,দলনেত্রী ও ইউনিয়ন কমান্ডারগণ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত