মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০ জন
প্রকাশ: ৫ জুলাই ২০২৩, ০৯:৫২ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৪:৫৭
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়েছে। এঘটনায় পুলিশ ৪ জনকে আটক করে। মঙ্গলবার (৪ জুলাই) সকালে মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকার দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে খান গ্রুপের সাথে মল্লিক গ্রুপের দ্বন্দ চলে আসছে। কয়েক দিন ধরে একটি সালিশ মীমাংশাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে আজ মঙ্গলবার সকালে আশপাশের গ্রামের মল্লিকদের অনুসারীদের একত্র করে তারা দেশীয় অস্ত্র নিয়ে খান ও শেখ বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট এবং কুপিয়ে অন্তত দশজনকে জখম করেছে। এসময় তারা একাধিক হাত বোমা বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার সময় মল্লিকরা পালিয়ে যায়। পরে পুলিশ দুই ভাগে বিভক্ত হয়ে তল্লাশি চালিয়ে দেশিয় ৩টি ঢাল উদ্ধার করে। এলাকার পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে আছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং ট্যাডা বিদ্ধ ও আহত অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পুলিশের হাতে ৪ জন আটক হয়। আটকদের পরিচয় জানা যায়নি।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসানুজ্জামান জানান, এ ঘটনায় আমরা ৪ জনকে আটক করেছি, মামলা এখনো হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত