মাদারীপুরে অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ দুজনকে আটক করেছে র‌্যাব-৮

  শফিক স্বপন, মাদারীপুর 

প্রকাশ: ১ মে ২০২১, ১৫:৪৮ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৯

মাদারীপুরের টেকেরহাটে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ দুজনকে আটক করেছে র‌্যাব-৮। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার টেকেরহাট বন্দরের মহাজনপট্টি নবীন স্টোরে অভিযান চালিয়ে তাদের বিস্ফোরকসহ আটক করা হয় ।

আটকরা হলো- টেকেরহাটের মো. সাদেক আলী মিয়ার ছেলে দোকান মালিক মো. রোমান মিয়া ওরফে রমেন (৫২) ও বিক্রেতা টেকেরহাটসংলগ্ন নয়াকান্দি গ্রামের সোনা মিয়ার ছেলে মো. সোহেল খান (৩০)।

শনিবার সকালে মাদারীপুর র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদের নেতৃত্বে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান শুরু হয়।

তারা রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের মহাজনপট্টির নবীন স্টোরে অভিযান চালায় । এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ বিস্ফোরক জাতীয় দ্রব্য (পটকা) সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে নবীন স্টোরের মালিকসহ দুজনকে আটক করা হয় ।

এসময় দোকানে তল্লাশি করে বিভিন্ন ধরনের ১২ হাজার ৪৬২ পিস বিস্ফোরক জাতীয় দ্রব্য (পটকা) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দুই লাখ ২৫ হাজার টাকা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত