মাদারীপুরের রাজৈরে ভুয়া পুলিশ আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ১৬:১৫ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ০২:০৩

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে শাহিন শেখ নামে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

সে রাজৈর উপজেলার বৌলগ্রামের শাহ আলম শেখের ছেলে। রাজৈর থানার ওসি আলমগীর হোসেন জানান, টেকেরহাট বন্দরে সাধারণ শনিবার রাতে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল এক ভুয়া পুলিশ সদস্য। এসময় বিষয়টি সাধারণ মানুষের সন্দেহে হলে এলাকাবাসী তাকে আটক করে রাজৈর থানা পুলিশকে খবর দেয়। পরে রাজৈর থানা পুলিশ এসে এই ভুয়া পুলিশ সদস্যকে আটক করেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি মামলাসহ বিভিন্ন ধরনের একাধিক মামলা রয়েছেন।

এ সময় তার কাছ থেকে পুলিশের একটি ভুয়া আইডি কার্ড একটি মোবাইল জব্দ করা হয়েছে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত