মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলা সদর দপ্তরের স্থান পরিবর্তের দাবিতে মানববন্ধন-স্মারকলিপি

  শফিক স্বপন দারীপুর প্রতিনিধি:

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪১ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০৪:০১

আজ রবিবার (৫ সেপ্টেম্বর)  সকাল ১১টায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলার নবগঠিত ডাসার উপজেলার সদর দপ্তরের প্রস্তাবিত স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছে ডাসার উপজেলাবাসী। 

মানববন্ধনে বক্তরা দাবি করেন, নবগঠিত ডাসার উপজেলার সদর পাশ^বর্তী জেলার গৌরনদী উপজেলা ও  ডাসার উপজেলার সীমানায় নির্মাণ করার প্রস্তাব করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় উপজেলা সদর করা হলে উপজেলার অধিকাংশ মানুষের ভোগান্তি বাড়বে বলে তারা জানান। উক্ত স্থানে উপজেলা সদর দপ্তর করা না করে উপজেলার ভ‚রঘাটা-শশীকর অথবা পাথরিয়া পাড়-শশিকর রাস্তার পাশে উপজেলা সদর দপ্তর করার দাবি জানানো হয়।  

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালকিনি উপজেলার চেয়ারম্যান মীর গোলাম ফারুক, জেলা পরিষদ সদস্য সৈয়দ আবুল বাশার নবগ্রাম ইউপি চেয়ারম্যান বিভ‚তি ভ‚ষণ বাড়ৈ, কাজীবাকাই ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ হাওলাদার, গোপালপুর ইউপি চেয়ারম্যান ফোরহাদ মাতুব্বর, বালীগ্রাম ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, কাজী হেমায়েত হোসেন হিমু প্রমূখ। 

মানববন্ধন শেষে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত