মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত বাসে দুর্বৃত্তদের হামলা: আহত-৫

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ১৬:৫৮ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:৫২

ফাইল ছবি

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় এলাকায় চলন্ত বাসে দুর্বৃত্তদের হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছে। তবে দুর্বৃত্তদের চিহ্নিত করা যায়নি। বুধবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। 
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত ১০টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের বাসটি মাদারীপুরের পাথুরিয়ারপাড় এলাকায় আসলে চলন্ত বাসটিকে লক্ষ্য করে ইটের টুকরা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পরিবহনে থাকা অন্তত পাঁচ যাত্রী কাচের টুকরার আঘাতে আহত হয়। পরে ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। আহত যাত্রীরা বরিশাল এলাকার বাসিন্দা। তবে এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি। তবে বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, ‘রাতে কারা ঘটনা ঘটিয়েছে, তা জানি না। তবে এ ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসা সেবাও দেয়া হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এছাড়াও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।’

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত