মাদারীপুরের ডাসারে উপজেলা প্রসাশনের মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২ আগস্ট ২০২২, ১৯:০৭ | আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৬:১৮
ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার সার্বিক বিষয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ডাসার উপজেলা প্রশাসন ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডাসার থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো: হাসানুজ্জামান, সরকারি শেখ হাসিনা উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজের অধ্যক্ষ ড. খন্দকার সোহেল, বালিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসেন, নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, শরীফ শাওন, শরীফ আশিক,মো: সাকিব হাওলাদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ডাসার উপজেলার বিভিন্ন স্কুল- কলেজের প্রধান শিক্ষকবৃন্দ,উপজেলার পাঁচটি ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তাসহ আরো অনেকেই।
উক্ত মাসিক আলোচনা সভায় প্রাধান্য পায় ৫ আগস্ট শেখ কামালের ৭৩ তম জম্ম বার্ষির্কী পালন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ মুজিবের জম্ম বার্ষিকী পালন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ ও জোহর বাদ দোয়ার আয়োজন। ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে স্কুল কলেজে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মসজিদ, মন্দির,গির্জায় প্রার্থনা।এছাড়াও ডাসারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সভায় আলোচনা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন বলেন, উপজেলায় সকল ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে।স্থানীয় জনপ্রতিনিধি ও সকলে সহযোগিতা করলে সমাজ থেকে অপরাধ দমন করা যাবে।তাই নতুন উপজেলায় সকলের আন্তরিক হয়ে সরকারের পদক্ষেপ বাস্তবায়নে একত্রে কাজ করতে হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত