মাদক-সন্ত্রাস ও অপরাধ নির্মূলে বিরামহীম ছুটে চলা ওসি সেলিম রেজা
প্রকাশ: ২৫ মে ২০২২, ১৯:২৪ | আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৭:৫২
মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই, ইভটিজিং ও সকল ধরনের অপরাধ র্নির্মূলসহ সবধরণের সামাজিক অপরাধ নির্মূলে জনগণকে সচেতন করতে বিরামহীন ছুটে চলেছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা। এরই ধারাবাহিকতায় তিনি প্রতিনিয়ত ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অ লের মসজিদ, মন্দির, হাটবাজার, জনসমাগম এলাকাসহ ইউনিয়ন পরিষদের জনগণের সাথে সরাসরি কথা বলেছেন তিনি।
সমাজের নানারকম সমস্যা সমাধানের জন্য একজন ওসি জনগণের দোরগড়ায় পৌঁছে যাওয়ার বিষয়টি হৃদয় দিয়ে বরণ করেছেন প্রত্যন্ত অ লের মানুষগুলো। ওসি সেলিম রেজা জনগণকে বোঝানোর চেষ্টা করছেন যে, সমাজে যারা খারাপ কাজের সাথে জড়িত তাদের সংখ্যা খুবই কম। সমাজে ভালো মানুষের বাস এখনো অনেক বেশি। তাই সবাইকে সমাজের তথা দেশের কল্যানে কাজ করতে হবে। এই কমসংখ্যক খারাপ মানুষ সমাজটাকে অস্থিতিশীল করে তোলে। কারন একটাই! আমরা সমাজের মানুষগুলো প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে পারছিনা। এটা অপ্রিয় হলেও সত্য কথা যে, আমরা প্রতিবাদ না করায় দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছি। স্থানীয় জনগণ যদি পুলিশকে সহযোগিতা করে তাহলে সমাজ থেকে এসব অপরাধীদের নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব হবে বলে সেলিম রেজা জনগনকে আশ্বস্থ করেন।
তিনি বলেন, আপনাদের যেকোন সমস্যা সরাসরি পুলিশকে জানান তাহলে পুলিশ আপনাদের সহযোগিতা করতে পারবে। তিনি মা-বোনদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা রাস্তায় বিভিন্ন কাজে চলাফেরা করেন তারা অবশ্যই থানার নম্বর ও স্থানীয় বিট পুলিশিংয়ের নম্বর সঙ্গে রাখবেন। বখাটে ছেলেরা আপনাদের উত্যক্ত করলে চুপ থাকবেন না বরং প্রতিবাদ করবেন। পুলিশ আপনাদের সহোযোগীতায় পাশে আছে।
তিনি বলেছেন, ইভটিজিংয়ের শিকার হলে স্থানীয় বিট পুলিশিংয়ের সহযোগিতা নিতে অথবা সরাসরি তার (ওসি) এর নম্বরে যোগাযোগ করতে। এছাড়াও যেসব মানুষ বিপদে পড়বেন বা সমস্যার সম্মুখীন হবেন সরাসরি থানায় চলে আসবেন। কাউকে তদবির করতে হবেনা, কোন মানুষ সঙ্গে আনতে হবেনা। এক কথায় আপনারা যে কোন রকম সমস্যায় পড়লে পুলিশের শরনাপন্ন হবেন পুলিশ আপনার সমস্যাটা নিজের মনে করে আপনাদের সেবা দেবে।
সেই সাথে যুবকদের দৃষ্টি আকর্ষন করে ওসি বলেন, আপনারা সকলে বাবা মায়ের সেবা করবেন। বাবা মা কোন সন্তানের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ আমার কাছে আনলে চুল পরিমান ছাড় দেওয়া হবেনা। ওসি সেলিম রেজা ভাঙ্গাবাসিকে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।
উল্লেখ্য যে,তিনি এসকল ভাল কাজ করার ফল সরুপ ,তাকে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষনা করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত