মাদক বিরোধী অভিযানে মেহেরপুরে ইয়াবাসহ আটক একজন
প্রকাশ: ১৩ জুন ২০২১, ১৮:৪৫ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১৫:৫৪
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। রবিবার মধ্যরাতে মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় অভিযান চালিয়ে জিতু (২৬) নামক একজনকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। জিতু মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার জামসেদুর রহমানের ছেলে।
জানা গেছে গোপন সংবাদের মাধ্যমে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এস আই মুক্ত রায় চৌধুরী পিপিএম এর নেতৃত্বে এএসআই মোঃ মাহাতাব উদ্দিন, এএসআই আহসান হাবীব ও এএসআই মোঃ ইব্রাহিম বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স সহ মেহেরপুর পৌরসভার মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ জাজেজুর রহমান জিতু (২৬) কে আটক করে।
এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াাবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত