মাদক বিরোধী অভিযানে গাংনীতে মাদকসহ আটক এক

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ১৪ জুন ২০২১, ২০:৩১ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০

মেহেরপুরের গাংনীতে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ আমজাদ হোসেন (৪৮) নামের একজনকে আটক করা হয়েছে। আটককৃত আমজাদ গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সীমান্তবর্তি সহড়াতলা গ্রামের মৃত আইনাল হকের ছেলে। রবিবার দিবাগত রাতে মেহেরপুর জেলা ডিবির এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবির একটিদল সহড়াতলা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে আমজাদ হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ৪শ গ্রাম গাঁজা ও ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মেহেরপুর জেলা ডিবির ওসি জুলফিকার আলী জানান, সে এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি। এছাড়াও আমজাদ হোসেনের বিরুদ্ধে আরও দুটি মাদকের মামলা বিচারাধীন রয়েছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত