মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীতে গ্রেফতার ৪৫

  গ্রামনগর বার্তা অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫২ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:৪০

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রবিবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময়  তাদের হেফাজত থেকে ২ হাজার ২৬২ পিস ইয়াবা বড়ি, ৪০ গ্রাম হেরোইন, তিন লিটার বিদেশি মদ, এক লিটার দেশি মদ ও চার কেজি ২১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা করা হয়েছে বলে জানানো হয়।

গ্রামনগর বার্তা / কাআ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত