মাতাল সাইমন্ডস-ফ্রাঙ্কলিন আমাকে ১৫ তলা থেকে ঝুলিয়ে দিয়েছিলেন: চাহাল

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৯ এপ্রিল ২০২২, ১৩:৪৭ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১

চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন যুজবেন্দ্র চাহাল। নতুন দলের হয়ে দারুণ করছেন তিনি। ইতোমধ্যে ৩ ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন এ লেগ স্পিনার। এবারের আসরে রাজস্থানের অন্যতম সদস্য রবিচন্দ্রন অশ্বিন। সম্প্রতি তার কাছে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন চাহাল।

তিনি বলেন, ‘২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেছিলাম আমি। সেবার বেঙ্গালুরুতে একটি ম্যাচ শেষে সুউচ্চ ভবনে পার্টি চলছিল। সেখানে জয় উদযাপনের সময় এক সতীর্থ আমাকে ১৫ তলা থেকে ঝুলিয়ে দিয়েছিলেন।’

চাহাল বলেন, ‘ওই ক্রিকেটার মাতাল ছিলেন। অতিরিক্ত মদপান করেছিলেন তিনি। তার হিতাহিত জ্ঞান ছিল না। পরে লোকজন এসে আমাকে প্রাণে বাঁচায়। ভাগ্যিস  সেই যাত্রায় বেঁচে গিয়েছিলাম।’

ইন্ডিয়া ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, তবে সেই মদ্যপ ক্রিকেটারের নাম প্রকাশ করেননি চাহাল। এর কয়েক মাস আগে আরেকটি মর্মান্তিক ঘটনার কথা বলেন তিনি।

সেবার এ লেগি বলেন, ‘২০১১ সালে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর চেন্নাইয়ে হোটেলে পার্টি চলছিল। সেখানে প্রচুর পরিমাণ ‘ফলের রস’ পান করে মাতাল হয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা অ্যান্ড্রু সাইমন্ডস (হাসি)। তার সঙ্গে শুধু আমি ছিলাম।’

চাহাল বলেন, ‘পরে সেখানে আসেন আরেক অস্ট্রেলীয় অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিন। একপর্যায়ে তার সহায়তায় আমার হাত, পা বেঁধে ফেলেছিলেন সাইমন্ডস। আমার মুখে টেপও মারা হয়েছিল। এরপর তারা বলেছিল, এখন তুমি খুলো।’

তিনি বলেন, ‘সাইমন্ডস-ফ্রাঙ্কলিন প্রচুর মজিা করছিলেন। নেশায় বুঁদ হয়ে তারা আমার কথা ভুলে গিয়েছিলেন। রাতভর পার্টি চলে। অবশেষ ভোরের আলো ফুটে। এসময় আবর্জনা পরিষ্কার করতে আসেন ঝাড়ুদার। তিনি আমাকে মুক্ত করেন।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত