মাঝ আকাশে ভেঙে পড়লো ভারতের যুদ্ধবিমান, দুই পাইলটের মৃত্যু
প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ১১:২৭ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৪২
মাঝ আকাশে আকস্মিকভাবে ভেঙে পড়েছে ভারতের একটি যুদ্ধবিমান। এতে সেটিতে থাকা দুই পাইলটের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তাদের শরীর ছিন্ন বিছিন্ন হয়ে গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজস্থানের বারমার জেলায় এ দুর্ঘটনা ঘটে। বারমারের জেলা প্রশাসক লোক বান্দু সংবাদমাধ্যম পিটিআই-কে দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
জেলার ভিমদা গ্রামে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বিমানটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিমান বাহিনীর কর্মকর্তারা। হাজির হয় উদ্ধারকারী দল। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিশেষ প্রশিক্ষণের অংশ হিসেবে রাতের আকাশে উড্ডয়ন করেছিল যুদ্ধবিমানটি।
বিষয়টি নিয়ে বিমান বাহিনী প্রধানের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘রাজস্থানের বারমারের কাছে বিমান বাহিনীর মিগ -২১ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দুই বিমানযোদ্ধার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত