মাঝিহট্ট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর-সম্পাদক আব্দুল মান্নান
প্রকাশ: ২২ মার্চ ২০২১, ২০:৩০ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৩
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মোঃ আব্দুল গফুর মন্ডল ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান নির্বাচিত হয়েছেন। জানা যায়, ২২মার্চ (সোমবার) বিকালে মাঝিহট্ট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম অধিবেশন শুরু হয়। উক্ত অধিবেশনে সভাপতিত্বে করেন আমজাদ হোসেন। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক সাগর কুমার রায়।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, জেলা পরিষদের সদস্য আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের কোষাধক্ষ্য আল-আমিন, শাহ-আলম প্রমূখ। দ্বিতীয় অধিবেশনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী বাদশা মন্ডল প্রার্থীতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে আব্দুল গফুর মন্ডল নির্বাচিত হন এবং বাদশা মন্ডলকে দলীয় সিদ্ধান্তে সহ সভাপতি নির্বাচিত করেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে আব্দুল মান্নান নির্বাচিত হন এবং যুগ্ন-সাধারণ সম্পাদক পদে জাহিদুল ইসলাম নির্বাচিত হন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত