মাজেদার 'বীরাঙ্গনা' খেতাব বাতিলের প্রজ্ঞাপন হাইকোর্টে স্থগিত

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ১৫:০৪ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:৪১

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের মাজেদার ‘বীরাঙ্গনা’ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে তার স্থলে অন্য মাজেদাকে যুক্ত করে দেওয়া গেজেট স্থগিত করেছেন হাইকোর্ট।

ঠাকুরগাঁওয়ের তসলিম উদ্দীনের স্ত্রী মাজেদার করা রিটের শুনানি নিয়ে বুধবার (২২ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার সাবরিনা জেরিন।

আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী সাবরিনা জেরিন জানান, ২০১৬ সালের ২১ জুলাই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাউতনগর গ্রামের মৃত তসলিম উদ্দীনের স্ত্রী ‘বীরাঙ্গনা’ মাজেদাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে। সেই থেকে তিনি প্রতি মাসের ভাতাসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছিলেন। কিন্তু একই এলাকার মৃত দারাজ উদ্দিনের স্ত্রী আরেক মাজেদার আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই ও শুনানির পর ২০২০ সালের ২০ অক্টোবর আরেকটি গেজেট জারি করা হয়। সে গেজেটে মৃত দারাজ উদ্দিনের স্ত্রী মাজেদাকে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়। পরে ২০২০ সালের ওই গেজেটের বৈধতা এবং বন্ধ হওয়া ভাতা ফেরত পেতে হাইকোর্টে রিট করেন মাজেদা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত