মাওয়া প্রান্তের উত্তর থানার সামনে বাস  উল্টে ১০ যাত্রী আহত

  মোঃ‌লিটন মাহমুদ মুন্সীগঞ্জ  প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ১৯:১৪ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ২১:০২

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের উত্তর থানার সামনে বাস  উল্টে ১০ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দি‌কে  দক্ষিনাঞ্চল থেকে আসা ট‌ঙ্গিপাড়া এক্স‌প্রেস নামক এক‌টি বাস  মাওয়া উত্তর থানার সাম‌নে এসে দ্রুতগতির কারনে উ‌ল্টে যায়।  এ দুর্ঘটনায় চালকসহ ১০ জন আহত হয়ে‌ছে  । 

স্থানীয়রা জানান,   বাস‌টি  স্পিটে ওভার‌ট্রেকিং করার কার‌নে  উ‌ল্টে যায় আহত‌রা  শ্রীনগরের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সের  প্রাথ‌মিক  চিকিৎসা নিয়ে চলে যায়।  এই দূর্ঘটনা  কার‌নে প্রায় ঘন্টা খানেক পদ্মা সেতু উপর পর্যন্ত যানযটের সৃ‌ষ্টি হ‌য়।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত