মহেশখালীতে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে গুলি করে হত্যা
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১৩:৫৩ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:১৯
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে কক্সবাজারের মহেশখালীতে ঘরে ঢুকে ফরিদা ইয়াসমিন (৪৫) নামে এক প্রতিবন্ধী নারীকে হত্যার ঘটনা ঘটেছে। মহেশখালী কালারমারছড়া ফকির ঘোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফরিদা মহেশখালী কালারমারছড়া ফকির ঘোড়া এলাকার ইউছুফের স্ত্রী। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহেশখালীর কালারমারছড়া ফকির ঘোড়া এলাকায় ঘরে ঢুকে ফরিদা ইয়াসমিন নামে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি জানা যায়নি।
নিহত ফরিদার ভাইপো নিশান জানান, আমার চাচা ফরিদুর আলম রফিদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার চাচাকে বেশ কয়েকবার মৃত্যুর হুমকি দিয়েছেন। আজ (বৃহস্পতিবার) ভোরে ২০-৩০ জন লোক ঘরে ঢুকে আমার চাচাকে খোঁজেন। চাচাকে না পেয়ে আমার প্রতিবন্ধী ফুপিকে গুলি করে হত্যা করেন তারা।
পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি দেখছে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত