মহিউদ্দিন আহমেদকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ১৭:০১ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ১৮:৫৯
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ১ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলার ১৪ টি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে আলহাজ্ব মহিউদ্দিন আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৩ ডিসেম্বর বেলা ১১ টায় উপজেলার সিরাজদিখান বাজার হাজী আফজাল হোসেন চোকদার মার্কেটে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ-সময় উপস্থিত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক গন মুন্সীগঞ্জ ১ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক প্রার্থী আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ কে বিপুল ভোটে জয়ী করেতে উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে বলে বক্তব্যে বলনে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক। তারা বলেন প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নৌকার বিজয়ের লক্ষ্যে গণসংযোগ, নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছে, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন,এবং ৭জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করছে তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন উন্নয়নের জন্যে নৌকা বিজয়ী করতে হবে।
এ-সময় উপস্থিত উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী আবু বক্কর,উপজেলা আওয়ামী লীগ এর বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ,মুন্সীগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শেখ তাইজুল ইসলাম পিন্টু প্রমুখ।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত