মহারাষ্ট্রে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৩ মাওবাদি নিহত
প্রকাশ: ২১ মে ২০২১, ১৪:৩৪ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২৮
ভারতের মহারাষ্ট্রের গাডচিরলিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৩ মাওবাদি নিহত হয়েছেন। শুক্রবার (২১ মে) সকালে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় এনডিটিভি।
গাডচিরলি পুলিশের ডিআইজি সন্দ্বীপ পাতিল জানান, ভোর সাড়ে ৫টার দিকে কোটমির কাছাকাছি এক জঙ্গলে মাওবাদিরা মিটিংয়ের জন্য জড়ো হয়েছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হলে দু’পক্ষের বন্দুকযুদ্ধ শুরু হয়।
এ বন্দুকযুদ্ধ চলে প্রায় এক ঘণ্টা। পরে ঘটনাস্থল থেকে ১৩ মাওবাদির মরদেহ উদ্ধার করা হয়। বাকিদের ধরতে অভিযান চলবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত