মহানবীর রওজায় ছবি তোলা ও ভিডিও করার ওপর নিষেধাজ্ঞাসহ নতুন নির্দেশনা 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৩, ১০:৪৯ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:১২

মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লামের পবিত্র রওজা জিয়ারতে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এ নির্দেশনায় বেশকিছু কাজে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে রওজা জিয়ারতে আসতে হলে আগে থেকে আসন সংরক্ষণের জন্য আবেদন করতে হবে। এ ছাড়া জিয়ারতের জন্য নির্ধারিত সময়ে আসতে হবে। এমনকি সেখানে উচ্চস্বরে কথা বলাও নিষেধ করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, এখন থেকে রওজা জিয়ারতের সময় সাথে করেন খাবার নিয়ে যাওয়া, ছবি তোলা,ভিডিও করা বা নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত সময় অবস্থান করা যাবে না। 

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিতে এখন ওমরাহর মৌসুম চলছে। এ সময়ে মক্কা শরিফের গ্রান্ড মসজিদে ওমরা পালন শেষে অনেকে মদিনায় রাসুলের রওজা মোবারক জিয়ারতে যান। চলতি বছরে প্রায় এক কোটি মুসলমান ওমরাহ পালন করতে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে সৌদি আরব। 

হারামাইন শরিফাইনের রক্ষণাবেক্ষণকারী সংস্থার পরিসংখ্যন অনুসারে, গত সপ্তাহে প্রায় ৫৫ লাখ মানুষ মসজিদে নববীর উদ্দেশে যাত্রা করেছেন। তাদের মধ্যে রওজা শরিফ ভ্রমণে যান ১ লাখ ১৭ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ১ লাখ ১৯ হাজার ৫২৬ জন নারী। গত এপ্রিলে সৌদি কর্তৃপক্ষ মসজিদে নববীর পবিত্র কক্ষের চারপাশে সোনালি পিতলের বেষ্টনী তৈরি উদ্বোধন করেছিল। কাঠের জায়গায় নতুন এই বেষ্টনী তৈরি হওয়ায় মসজিদের স্থাপত্য দেখতে পারবেন দর্শনার্থীরা। 

এর আগে শিশুদের নিরাপত্তায় নতুন নির্দেশনা দেয় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। কাবা শরিফের পবিত্রতা রক্ষায় এসব নির্দেশনা বাবা-মায়ের ওপর বাধ্যতামূলক করা হয়। ফলে ওমরাহর সময়ে শিশুদের সাথে আনলে এসব নির্দেশনা মানতে হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত