মসজিদে এসি বন্ধ নিয়ে গণমাধ্যম ও ফেইজবুকে গুজব

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ২০:৩৯ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:০১

বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য নামাজের সময় ছাড়া প্রতিটি মসজিদের এসি বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।

এর আগে বিদ্যুৎ সাশ্রয়ে সরকার কয়েকটি সিদ্ধান্তের কথা জানালে, মসজিদে এসি বন্ধ রাখার বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনেও বলা হয়, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদের এসি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ নিয়ে ফেইসবুকেও চলছে নানা আলোচনা-সমালোচনা। 

তবে সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মসজিদে নামাজের সময় এসি চলে সর্বোচ্চ ৩০ মিনিট।  এই সময় বাদে মসজিদে এসি বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সব উপাসনালয় কর্তৃপক্ষকে এমন নির্দেশনা দিয়েছি।
 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত