মরোক্কান গায়কের প্রেমে পড়েছেন পরীমনি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১৩:৪৪ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ২২:২২

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি আবারও প্রেমে পড়েছেন। খবরটি তিনি নিজেই তার ফেসবুক পেজের মাধ্যমে জানালেন ভক্তদের। সঙ্গে ছবিও পোস্ট করেছেন পছন্দের মানুষের।

তবে পরীমনি এবার ভক্ত হিসেবে প্রেমে পড়েছেন এক মরোক্কান গায়কের। নাম সাদ লামজাদের। তিনি মরোক্কের জনপ্রিয় পপ গায়ক। 

পরীমনি ফেসবুক পেজে সাদ লামজাদেরের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আই লাভ ইউ। জানুক দুনিয়া’। নায়িকার এই পোস্টের নিচে মন্তব্যের জোয়ার। ভক্তরা তাদের বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন সেখানে। 

চলতি সময়টা বেশ ব্যস্ততায় কাটছে পরীমনির। যদিও দেশের করোনা পরিস্থিতির জন্য আপাতত কোনও শুটিং করছেন না এই নায়িকা। আর এই ফাঁকে দুবাই ঘুরে এলেন। সম্প্রতি দেশটি থেকে ফেরার সময় কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। 

পরীমনির ছবিতে দেখা যাচ্ছে সবুজ বোরকা পরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। ক্যাপশনে লিখেছেন ‘ওকে বাই’। 

উল্লেখ্য, পরীমনি ব্যস্ত ছিলেন ‘মুখোশ’-এর শুটিং নিয়ে। করোনার পরিস্থিতির জন্য আপাতত এর কাজ বন্ধ রয়েছে। জানা যায়, ঈদের পর আবারও কাজ শুরু হবে। 

অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমনি অভিনীত ও রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এছাড়া তার হাতে রয়েছে রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ ও সঞ্জয় সমদ্দারের ‘বায়োপিক’। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এসব সিনেমার শুটিং শুরু হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত