ময়ূরপঙ্খী
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৯ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৭
সুনীল শর্মাচার্য
------------------------
ময়ূরপঙ্খী ময়ূরপঙ্খী
মন পবনের নাউ,
পাল খাটিয়ে কোথায় তুমি
একলা চলে যাও!
নদীর বুকে ছলাৎ ঢেউ
ওঠে কেমন বাও,
কার পরাণে আঘাত দিয়ে
কার-বা মাথা খাও!
রইলো পড়ে তোমার দেশ
পিছন ফিরে চাও,
একলা খুকু নদীর ঘাটে
দাঁড়িয়ে সঙ্গী মা-ও!
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত