মমতাজের বিরুদ্ধে এবার নাশকতার মামলা
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১৭:২৯ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:০১
মানিকগঞ্জ-২আসনের (সিংগাইর-হরিরামপুর ও সদর থানার আংশিক) সাবেক সংসদ সদস্য ও কন্ঠশিল্পী মমতাজ বেগমসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের ৮৬ জন নেতা কর্মীর বিরুদ্ধে এবার হরিরামপুর থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে গত ২০১৩ সালের ফেব্রুয়ারিতে সিংগাইর থানা সদরে গোবিন্দল নতুন বাজারের কাছে হেফাজত ইসলামের হরতাল চলাকালীন সময়ে চার কর্মী হত্যার ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে গোবিন্দল গ্রামের নিহত নাসির উদ্দিনের ভাই সহিদুল ইসলাম গত ৯ অক্টোবর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এবং ২৫ অক্টোবর নিহত নাজিম উদ্দিনের পিতা মজনু মোল্লা সিংগাইর থানায় মামলা দায়ের করেন।
মঙ্গলবার রাতে হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল বাদী হয়ে এখন এ মামলাটি করেন। এ নিয়ে তিনটি মামলা হলো মমতাজ বেগমের বিরুদ্ধে।
এ মামলায় বুধবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরাহলেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সবুজ (৫০), উপজেলার ছয়আনীগালা গ্রামের হারুন অর রশিদ (৫৬), কালই গ্রামের নিত্যসরকার (৪৫) ও মতিয়ার রহমান (৬০)। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০মে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা সদরে বয়ড়া গ্রামে সাবেক মন্ত্রী প্রয়াত হারুণার রশীদ খান মুন্নুর মেয়ে ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানমের বাসায় দোয়া ওমিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিএনপির নেতাকর্মীদের বক্তব্য চলাকালীন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে হামলা করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান বলেন, এঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের বিচারকের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত