মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ করতে বলেছে আওয়ামী লীগ

  নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২১, ১০:২৪ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ২১:০৩

ক্ষমতাশীনদল আওয়ামী লীগ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী শূন্যপদের নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করার আহ্বান জানিয়েছে। মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং আবেদনপত্র জমা দিতে বলা হয়।
 
ক্ষমতাশীনদল আওয়ামী লীগ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী শূন্যপদের নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করার আহ্বান জানিয়েছে। মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং আবেদনপত্র জমা দিতে বলা হয়।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, আওয়ামী লীগ ‘বাংলাদেশ নির্বাচন কমিশন’ ঘোষিত বিভিন্ন শূন্যপদের নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর ২০২১ (বেলা ১১টা থেকে বিকাল ৫টা) পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করেছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচন, রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ, নরসিংদী সদর উপজেলা, নেত্রকোনা জেলার খালিয়াজুরি, চাঁদপুর জেলার শাহরাস্তি, যশোর সদর উপজেলা, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, বাগেরহাট জেলার কচুয়া, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত