মনোনয়নপত্র জমার শেষ দিন আজ
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ১১:১৮ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০১:১৪
দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। এর পর রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে প্রার্থীরা কমিশনে আপিল ও নিষ্পত্তির সুযোগ পাবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।
চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের ২৬ নেতাচট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের ২৬ নেতা
রওশন ও সাদের জন্য মনোনয়ন ফরম তোলা হয়েছে: চুন্নুরওশন ও সাদের জন্য মনোনয়ন ফরম তোলা হয়েছে: চুন্নু
আগামী ১৮ ডিসেম্বর নির্বাচনী প্রতীক বরাদ্দের পরই শুরু হবে প্রচার-প্রচারণা। চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত । আর ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।
এবারের নির্বাচনের প্রকাশিত তালিকা অনুসারে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি। সংবিধান অনযায়ী, ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার বাধ্য বাধকতা রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত