মধ্যরাতে শূণ্যতা আমার

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩২ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ২০:৪৬

মিথুন রিবেরু
---------------

মধ্যরাতে আমার ঘুম ভেঙ্গে যায়
ঘরের বাইরে শনশন শব্দ হওয়ায়
ভেবেছিলাম তুমি এসেছে আমার ঘরের দরজায়,
অপেক্ষা তোমার কখন ঘরে ঢুকবে তাই।
আমি ঘুম থেকে জেগে উঠে
একপা দুই পা করে এসে গেলাম ঘরের দরজায়
কান পেতে শুনি
যেন তোমার পায়ের শব্দ শোনা যায়।
দরজা খুলে দেখি কেউ নেই, তবুও শব্দ শোনা যায়
যেন তোমারই পায়ের শব্দ। কিন্তু না
ভালো করে তাকিয়ে দেখি সে মধ্য রাতে আমার
ঘুম ভাঙানো মোষলধারে বৃষ্টি, বৃষ্টিরা খেলা করে।

আমার ঘরের দরজায় অনেকদিন হয় তুমি আসো না
আসেনা অন্য কেউ। অথচ আমি প্রত্যাশা করি কেউ আসুক
তুমি আর আসবে না জানি, কেউ-ই যে আসবে না।
তুমি যে আর আসবে না সে তো আগেই আমার জানা
তবুও প্রত্যাশা সে তো মন মানে না, তাই বৃষ্টির শব্দে
তোমার উপস্থিতি কল্পনা করি।
এটাই আমার ভুল, সারাবেলা না পাওয়ার বেদনা,
এটাই মনের হতাশা আর মধ্য রাতের শূন্যতা।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত