মতিঝিলে ছুরিকাঘাতে যুবক খুন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৩ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০০:৪১

রাজধানীর মতিঝিল থানার দক্ষিণ কমলাপুর মাজার রোড এলাকায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহতের বয়স আনুমানিক ২২ বছর। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার শরীরে দুটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে রাস্তায় ছুরিকাঘাত করে পালিয়ে গেছে।

এ বিষয়ে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, রাতে দক্ষিণ কমলাপুর মাজার রোড এলাকায় রক্তাক্ত অবস্থায় এক যুবক পড়ে ছিল। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত