মটরসাইকেল মেকারের ঝুলন্ত লাশ উদ্ধার 

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৭ অক্টোবর ২০২১, ১৯:২০ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:০৪

বগুড়ার আদমদীঘি উপজেলার মালশন এলাকা থেকে পুলিশ কালাম হোসেন (৪২) নামের এক মটরসাইকেল মেকারের লাশ উদ্ধার করেছে। কালাম হোসেন নওগাঁ সদর উপজেলার খাট্রা সাহাপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, কালাম হোসেন সম্প্রতি নিজের গ্রাম ছেড়ে উপজেলার মালশন এলাকায় জায়গা কিনে বাড়ি করেন। পরে বাড়িসহ সম্প্রতি তার স্ত্রীর নামে দলিল করে দেন। বেশকিছু দিন থেকে এ বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল বলে জানা যায়। বৃহস্পতিবার দুপুরে পরিবারের লোকজন ঘরের ফ্যানের সাথে কালাম হোসেনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়।  

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত