মঙ্গলবার রাজধানীর বেশকিছু এলাকায় গ্যাস বন্ধ থাকবে
প্রকাশ: ৭ জুন ২০২১, ২১:২৮ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২০:৫৮
রাজধানীর বেশকিছু এলাকায় মঙ্গলবার (৮ জুন) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে।
সোমবার (৭ জুন) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিউবিশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সকাল ০৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কমলাপুর রেলস্টেশন থেকে টিটিপাড়া, সায়েদাবাদ বাস টার্মিনাল, মুগদা, গোলাপবাগ, বেলতলা, মানিক নগর, অতীশ দীপঙ্কর রোড, আর কে মিশন রোড, গোপিবাগ, উত্তর যাত্রাবাড়ী, ধলপুর ও তৎসংলগ্ন এলাকার সব শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত