মক্কায় জীবনের সেরা দিন কাটিয়েছেন মাহমুদুল্লাহ
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ১৯:৪০ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:৫৩
বাংলার ক্রিকেটের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। হঠাৎ করে জাতীয় দল থেকে বিশ্রামে পাঠানো হয়েছিল তাকে। বিশ্রামে পাঠানোর পর আসন্ন এশিয়া কাপের দলে জায়গা হয়নি এই অভিজ্ঞ ক্রিকেটারের। কিছু দিন আগে পবিত্র হজ পালন করেছেন মাহমুদুল্লাহ।
শুক্রবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন রিয়াদ। তিনি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে হজ পালনকালের একটি ছবি শেয়ার করেন রিয়াদ। সেখানে তিনি লিখেন, 'আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেরা দিন।'
রিয়াদের সেই পোস্টে ইতিবাচক মন্তব্য করছে ভক্তরা। মোহাম্মদ নূর রিয়াদ নামের একজন সেই পোস্টে মন্তব্য করেন, 'আপনি একজন অসাধারণ মানুষ। আজ পর্যন্ত কোন বিষয়ে প্রতিবাদ কিংবা আক্ষেপ দেখি নাই আপনার মাঝে। মুখে সর্বদাই মুচকি হাসি। আল্লাহ আপনাকে আরও উত্তম ও সম্মানের জীবন দান করুক দান করুক।'
এছাড়া নূর জাহান নামের একজন লিখেন, 'আলহামদুলিল্লাহ, অনেক দোয়া আপনার জন্য। ক্রিকেটপ্রেমীদের ভালোবাসায় আপনার জীবন স্নিগ্ধ হউক।'
এশিয়া কাপের দলে না থাকায় মানববন্ধনও করেন ক্রিকেটপ্রেমীরা। অনেকেই অভিজ্ঞ এই ক্রিকেটারের প্রশংসা করছেন। আবার অনেকে, এশিয়া কাপে না থাকলেও বিশ্বকাপ দলে রিয়াদকে দেখতে চান ভক্তরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত