ভ্লাদিমির পুতিন বেইজিং সফর করবেন
প্রকাশ: ১৪ মে ২০২৪, ১৭:৫৫ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ২০:২৫
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহে চীনা নেতা শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন সফর করবেন। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, পুতিন বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বেইজিং সফর করবেন। মাত্র ছয় মাসের মধ্যে রুশ নেতার এটি হবে দ্বিতীয় চীন সফর।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া তাদের বড় ধরনের সামরিক অভিযান শুরু করার কয়েক দিন আগে বেইজিং এবং মস্কো একটি ‘সীমাহীন’ অংশীদারিত্ব ঘোষণা করে এবং তখন থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যকে রেকর্ড উচ্চতায় উন্নীত করেছে।
ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন প্রশ্নে পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপের পর থেকে রাশিয়া চীনকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লাইফলাইন হিসাবে দেখেছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত