সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন

ভোট নিয়ে হট্টগোল, আইনজীবীসহ আহত ১৫

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ১৫:৫২ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:১৫

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের হট্টগোলের মাঝে পুলিশি হামলায় আইনজীবী-সাংবাদিকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে সমিতির অডিটোরিয়ামে (ভোটকেন্দ্র) ঢুকে ভেতরে আইনজীবী ও সাংবাদিকদের ওপর হামলা চালায় পুলিশ।

এ ঘটনায় এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, আজকের পত্রিকার রিপোর্টার নূর মোহাম্মদ, জাগো নিউজের ফজলুল হক, ইন্ডিপেন্ডেন্ট টিভির রিপোর্টার জান্নাতুল ফেরদৌস তানভী আহত হয়েছেন।

এছাড়াও আইনজীবীদের মধ্যে বিএনপির প্যানেল থেকে সভাপতি প্রার্থী মাহবুব উদ্দিন খোকন, বর্তমান কমিটির সহ-সম্পাদক মাহবুবুর রহমান, মাহফুজ বিন ইউসুফ, আইনজীবী কামরুল ইসলাম সজল, ফয়সাল, রাসেল, সুমাইয়া আক্তার, আয়েশা আক্তার, কামরুল ইসলাম, রেজা আহত হন।

আহত এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার বলেন, ‘বার অডিটোরিয়ামে সকাল থেকেই হট্টগোল চলছিল। কয়েকজন আইনজীবী এসে আমাদের বললেন ভেতরে পুলিশ হামলা করছে। এ খবর পেয়ে আমরা ভেতরে গেলে পুলিশ আমাদের ওপরও হামলা করে। বারবার সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তারা অকথ্য ভাষায় গালিগালাজ-চর থাপ্পারসহ গায়ে হাত তুলে আঘাত করে। এক পর্যায়ে আমরা বের হয়ে যেতে চাইলেও তারা বের হওয়ার সুযোগ দেয়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত