ভোট জালিয়াতি নিয়ে সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে কুপিয়ে জখম
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ১৮:২৫ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:৩৫
মাদারীপুর জেরার রাজৈর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন পরিষদ ভোট জালিয়াতি নিয়ে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে জখম হয়েছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
রোববার বেলা ৩টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষের হামলার শিকার হন। এসময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আহত হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনে ইশিবপুর ইউনিয়নে গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মামার পক্ষে বেশ কিছু দিন ধরেই তিনি প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রোববার ভোটগ্রহণ চলাকালীন ৭ নম্বর ওয়ার্ডের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ভোট জালিয়াতি করার চেষ্টা করে। এ খবর শুনে গোলাম রাব্বানী সেখানে গেলে মোশারফ মোল্লার ছেলে তাঁর ওপর চড়াও হয়।
একপর্যায়ে গোলাম রাব্বানীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় মোশারফের ছেলে। এতে রাব্বানির ডান হাতের দুইটি আঙুল কেটে যায়। পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের আরও ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা গোলাম রাব্বানীসহ আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে রাব্বানীর হাতে সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে গোলাম রাব্বানী বলেন, ‘নির্বাচনে মোশারফ মোল্লার লোকজন প্রকাশ্যে ভোট জালিয়াতি করার চেষ্টা করেছিল। পরে আমিসহ কিছু লোক গিয়ে বিষয়টি জানার চেষ্টা করলে আমাকে অস্ত্র দিয়ে কোপ দেওয়ার সময় ঠেকাতে গেলে হাত কেটে যায়। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করব।’
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘কেন্দ্রের ভেতর তেমন কোনো কিছু হয়নি। কেন্দ্রের বাইরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। ভোট সুষ্ঠু ও নিরাপদ ভাবে হয়েছে। কোনো জাল ভোট বা ভোট কারচুপির ঘটনা ঘটেনি। বাইরে কিছু হলে সেটা তো আমার দেখার বিষয় না।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. সাদিক বলেন, ‘নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেই পারে। আমি এখনো রাব্বানীর ওপর হামলার কথা শুনিনি। তবে টুকটাক ঘটনা তো ঘটেছেই। থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত