ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা

  ইসমাইল হোসেন,মেহেরপুর

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ১০:৩৪ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে মেয়াদোত্তীর্ণ খাবারসহ বিভিন্ন অনিয়মের কারণে ২ ব্যবসায়ীর জরিমানা । বুধবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে দুপুরের দিকে শহরের ভূমি অফিস এলাকায় আলিয়া স্টোরে অভিযান চালান। এ সময় সেখানে বিভিন্ন ধরনের মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী সহ অনুমতি বিহীন স্যালাইন বিক্রি করার অভিযোগে আলেয়া স্টোরের মালিক আলী হোসেনের নিকট থেকে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে একই দিনে শহরের বড় বাজার এলাকায় গোপীনাথ সাহার দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত