ভূমিহীন কৃষকের ছড়া

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ১১:১৯ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ২৩:২৪

সমুদ্র প্রবাল
--------------------


এক এক এক           চেয়ে তুই দ্যাখ
দুই দুই দুই                কেমনে ধান রুই
তিন তিন তিন           বৃষ্টি বাজায় বীণ
চার চার চার             দিতে হবে সার
পাঁচ পাঁচ পাঁচ            রোদে পাবে আঁচ
ছয় ছয় ছয়               নিড়ান দিতে হয়
সাত সাত সাত           স্বপ্ন সারা রাত
আট আট আট          সময় ভাঙ্গে পাট
নয় নয় নয়                ফসল তোলা হয়
দশ দশ দশ               লাঙ্গলই আমার যশ!

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত